গো-রক্ষার নামে ওরা মানুষকে হত্যা করছে বিজেপি

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘দেশ জ্বলছে, গো-রক্ষার নামে ওরা মানুষকে হত্যা করছে সেজন্য মোদিকে আর চাই না।’ গতকাল (রোববার) সন্ধ্যা সাড়েসাতটা নাগাদ অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে সেরাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আয়োজিত এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘আমরা মোদিকে আর চাই না কারণ আমরা দাঙ্গা চাই না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, সেজন্য মোদিকে চাই না। দেশকে বাঁচাতে হলে মোদিকে পরাজিত করতে হবে। রাজ্য সরকারগুলোকে কাজ করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। ওরা সংবিধান ধ্বংস করছে। কেন্দ্রীয় সংস্থাগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। যদি মোদি ও অমিত শাহ (বিজেপি সভাপতি) ক্ষমতায় ফিরে আসে, আমাদের দেশ আর থাকবে না। আমরা সকলে আমাদের স্বাধীনতা হারাব।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে মমতা বলেন, ‘প্রথমবার নির্বাচনে চা-ওয়ালা হয়ে মানুষের বিশ্বাস অর্জন করেছিল আর এখন ‘চৌকিদার’ সেজেছে! ওরা মানুষের চৌকিদার নয়। ওরা নোট বাতিলের চৌকিদার, লুটের চৌকিদার, মিথ্যের চৌকিদার। অনেক জওয়ানের প্রাণ গিয়েছে। এই পাঁচ বছরে সন্ত্রাসী ঘটনা সবচেয়ে বেশি হয়েছে। সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে। ৪৫ বছরের মধ্যে বেকারত্বও সবচেয়ে বেশি।’

পাঠকের মন্তব্য