যে কোনও ধরণের পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ভারত 

 প্রস্তুত ভারত 

প্রস্তুত ভারত 

ফের একবার শত্রুদেশকে হুঁশিয়ারি দিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷ বুধবার তিনি জানিয়ে দিলেন, যে কোনও ধরণের হামলার কড়া জবাব দিতে প্রস্তুত ভারত৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, ভারত নিরাপদ হাতেই রয়েছে৷ সোমবার পাকিস্তানি ড্রোন চোখে পড়া মাত্রই ভারতের পদক্ষেপের প্রসঙ্গ তুলে বলেন, এটা একটা উদাহরণ মাত্র৷ যে কোনও ধরণের আক্রমণের পাল্টা দিতে ভারত সম্পূর্ণ তৈরি৷

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ফের ভারত সীমান্তে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে একটি বড়মাপের পাক ড্রোনকে৷ কয়েকটি সর্বভারতীয় মিডিয়ায় এই দাবি করা হয়েছে৷

ইন্ডিয়া টিভি জানিয়েছে, পঞ্জাবের খেমকরন সেক্টরের কাছে আকাশে পাক ড্রোনকে দেখতে পায় ভারতীয় সেনা৷ ড্রোনটি দেখা মাত্র সেটি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়৷ এই ঘটনায় কোনও রকম উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ সম্পূর্ণ ব্ল্যাক আউট সেখানে৷ তবে এখনও পরিস্কার নয়, যে ড্রোনটিকে গুলি করে নামানো গিয়েছে কিনা৷

পাঠকের মন্তব্য