কবিতা : জীবন্ত লাশে ভরছে দেশ

কবিতা : জীবন্ত লাশে ভরছে দেশ
জীবন্ত লাশে ভরছে দেশ
কাকলী আক্তার মৌ
অপঘাতে মরছে মানুষ
উন্নয়ন গাও মুখে,
তাজা রক্তে লাশের গন্ধে
শূল বিঁধছে বুকে।
কেউ মরছে চাকায় পিষে
মরছে আগুনে পুড়ে,
কেউ মরছে দেয়াল ধ্বসে
বদ্ধ পাঁকা ঘরে।
কেউ মরছে কামনা অস্ত্রে
মান মারছে লোভে,
কেউ মরছে ধোকায় পড়ে
মরছে জন ক্ষোভে।
কেউ মরছে ছুড়িকাঘাতে
মরছে বুলেট বুকে,
কেউ দিচ্ছে গলায় ফাঁসি
কষ্ট চেপে শোকে।
কেউ মরছে স্বামীর হাতে
যৌতুক অস্ত্রে বলী,
কেউ মরছে মায়ার বিষে
শূন্য হচ্ছে খুলী।
বেকার মরছে হা-হুতাশে
পাদুকা তলা খসে,
ভেজাল খাদ্যে মরছে সবি
সুশীল দেখছে বসে।
মরছে বিবেক প্রশ্ন ফাঁসে
মেধা হারাচ্ছে জাতি,
জীবন্ত লাশে ভরছে দেশ
অপূরণীয় হচ্ছে ক্ষতি।
রচনাকালঃ ০৪/০৪/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য