কবিতা : প্রথম আলোর প্রকাশ

প্রথম আলোর প্রকাশ
প্রথম আলোর প্রকাশ
রোকনুজ্জামান স্বপন
এই তো সেদিন বাল্যকালে
প্রথম সকাল বেলা
সবুজ রঙের মাঝে লালে রাঙিয়ে আঁকা
একটি আদরের চাঁদরে সযতনে ঢাকা
কাপড়টি জড়িয়ে দিয়ে বড় আপা
পিছু হতে যা যা ত্বরা করে, যা বলে
বের করে দিল মোরে ঘরের বাইরে।
দূয়ার আঙিনা সব কিছু পিছু ঠেলে
খনে খনে স্থির হয়ে ফিরে
সম্মুখপানে চরণ ফেলে ধীরে
একপা দুইপা করে সজিনা গাছের তলে
স্থির দাড়িয়ে গেলাম আমি
কিছুতেই সেদিন যাবনা বলে।
কোথা হতে সব বাল্য বন্ধু বান্ধব হাজির
তদূপুরি আপা কয়ে দিল ওদের
ধরে নিয়ে ওকে তোরা যা তাড়াতাড়ি
সময় না আছে হাতে হয়ে গেছে দেরি
একে একে বহুদিন গত হয়ে গেছে
তবু ও না যেতে চায় কত বাড়াবাড়ি।
বন্ধু বান্ধব সবাই চুক্তিমত যুক্তিকরে
যে যথায় পারে চেপে আমায় শক্তকরে
আ্ঁকাবাঁকা সরু মেঠো পথ বেয়ে
সেথায় আমায় নিয়ে গেল ধরে।
একি অবাক কান্ড!
তৃষ্ণায় কাতর কঁচিকাঁচা আঁখিদল
চরিধার হতে ছেয়ে নিল মোর
গুপ্ত হৃদয়ের সুপ্ত তমসার গগণ
অগণিত প্রশ্নবাণে আমায় তারা করল প্রকাশ
ঘনঘোর সুপ্ত গগণে দীপ্ত আলোর বিকাশ।
একি অবাক কান্ড,
ঘটে গেল সেই প্রথম পাঠশালার দিন !
পাঠকের মন্তব্য