কবিতা : প্রভু চাইলে সবি পারেন !

আল্লাহ মোদের মহান প্রভু
প্রভু চাইলে সবি পারেন !
কাকলী আক্তার মৌ
আল্লাহ মোদের মহান প্রভু
সৃষ্টি জগতের রব,
তিনি চাইলে করতে পারেন
ভাঙ্গা গড়া সব।।
অগ্নিকে তিনি করতে পারেন
বরফ শীতল পানি,
নির্জীব কে করতে পারেন
চলৎ শক্তির প্রাণি।।
নিষ্প্রাণকে করতে পারেন
আয়ু জীবন দান,
জীবন্ত-কে করতে পারেন
নিমেষে খান খান।।
নীল গগনকে করতে পারেন
নিমেষে ঘন কালো,
আঁধার কেঁটে আনতে পারেন
তুষার শুভ্র আলো।।
তিনি চাইলে করতে পারেন
দড়িয়াকে পাথর,
তাঁর হুকুমে হবে একদা
সৃষ্টি জগত নিথর।।
তিনি চাইলে করতে পারেন
পাপীর পাপ মোছন,
আঁধার বদলে দিতে পারেন
অন্তরে নূরের লোচন।।
মহা জগতের যা কিছু সৃষ্টি
তাঁর হুকুমে চলে,
দিবা রাত্রি প্রশংসা সবে
চলনে চলনে বলে।।
রচনাকালঃ ১৩/০৪/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য