কবিতা : প্রেমের টানে দ্বীনকে ভুলে

প্রেমের টানে দ্বীনকে ভুলে

প্রেমের টানে দ্বীনকে ভুলে

প্রেমের টানে দ্বীনকে ভুলে

কাকলী আক্তার মৌ

ক্ষণিক পরিচয়, নয়নে মিলন
মিষ্টি আলাপনে,
আবেগী তীর বিঁধল কায়ায়
প্রেম জাগলো মনে।

প্রেমের টানে মায়ার বাণে
ছাড়ছ যারা ঘর,
জনম দুঃখী মা বাবা-কে
করছ ভবের পর।।

মা বাবা ভাই বোন স্বজনের
সম্পর্কে দিচ্ছ বলী,
আবেগ মায়ায় বিবর্ণ হয়ে
ধরছ অন্ধ গলি।

দেখ না যারা জাত পরিচয়
আবেগে ধরেছ হাতে,
ভাবছ সুখে সারাটি জীবন
থাকবে এক সাথে।

সত্য দ্বীনের নিয়ম ভুলে
একলা করো বিয়ে,
ভাবছ ধরায় মিলন সুখে
থাকবে স্বামী নিয়ে।

আবেগ হারিয়ে মনের ভুলটি
পড়বে যখন ধরা,
সন্দেহ গ্রহণে মরবে অন্তর
সুখে লাগবে খরা।

প্রেমের টানে, দ্বীনকে ভুলে
স্বজন ছেড় না কভু,
ইহ পরকাল বিফলে যাইবে
রুষ্ট হবেন প্রভু।

রচনাকালঃ ১০/১০/২০১৮খ্রিঃ।

পাঠকের মন্তব্য