কবিতা : নীল কষ্ট বুকে

নীল কষ্ট বুকে
নীল কষ্ট বুকে
হুমায়ুন কবির সূর্য
সে হেঁটে বেড়ায় সমস্ত রোমকুপে
তীব্র শাণিত ছুঁরি আঘাত হানে
রক্ত কণিকায়, করোটিতে
আর মগজে-মননে।
গোপনে দীর্ঘশ্বাসগুলো
হাঁফ ছাড়ে অন্ধকারে।
কষ্টগুলো খুব অস্থির
হয়ে গেছে আজকাল
সারাক্ষণ ভাবনায় ভাললাগায়
নীল গভীর কামড় বসায়।
আমি সেদিন থেকে
আর হাসতে পারিনা।
চোখের নীচে কালি
নীল নীল কষ্ট বুকে
কি যেন খুঁজি।
তবু বেশ ভাল আছি
তোমাকে হাসতে দেখে
সে হেঁটে বেড়ায় সমস্ত রোমকুপে।
তারিখ: ১৫ এপ্রিল ২০১৯ খ্রি:
পাঠকের মন্তব্য