কবিতা : হুজুরকে দরকার !

হুজুরকে দরকার !

হুজুরকে দরকার !

হুজুরকে দরকার !

কাকলী আক্তার মৌ

কৃষক, কুমার, মুচি, আমলা
কিংবা হবে সরকার,
জনম ভবে,মরিবার পরেও
হুজুরকে হয় দরকার।।

জন্ম নিয়ে শিশু কাঁদে আর
হাসে স্বজন ভবে,
আযান আকামত কানে দিতে
হুজুরকে ডাকে সবে।।

আকিকা কিংবা নামকরণেও
সবে ডেকে আনে,
খাসির গোসত পোলাও রেঁধে
খাওয়ায় উচ্চ মানে।।

ধর্ম শিক্ষায় কোরান দিক্ষায়
তাঁদের বিকল্প নাই,
নামায আযান ইমামতিতেও
হুজুর লাগে ভাই।।

মিলাদ কিয়াম জানাযা আর
নানান আয়োজনে,
বিবাহ পড়া‌তে আকদ ক‌র্মে
ডাকে সর্ব জনে।।

হুজুর ছাড়া দ্বী‌নের কর্মের
সমাধান নাহি পা‌বে,
দ্বী‌নের শ্রেষ্ঠ জ্ঞানী তাঁরা
গালি দিও না ভবে?

বিজ্ঞ আলীম দ্বীনের কর্মে
খুশি অন্ত প্রাণ,
ভন্ড জনার হীন আচরনে
হারাতে পারে না মান।।

দুই এক জনের অপকর্মে
গালি দিও না তাঁদের,
জন্ম নিয়ে, মরার পরেও
দরকার হয় যাদের।।

রচনাকালঃ ১৬/০৪/২০১৯খ্রিঃ।

পাঠকের মন্তব্য