কবিতা : থমকে গেছে সবাই

থমকে গেছে সবাই

থমকে গেছে সবাই

থমকে গেছে সবাই

মকবুল প্রধান

বারো এসে মিশলো হঠাৎ
বেয়াল্লিশের মাঝে,
সাঙ্গলীলায় মত্ত থাকে
সকাল দুপুর সাঁঝে।

সত্যিটা বেশ যেমন মজার
তেমন ব্যবধান,
তবু তাদের প্রথম প্রেম
একে অপরের প্রাণ।

বারোর যখন পনের হলো
তখন জানাজানি,
পয়তাল্লিশে বর এসেছে
এটাই কানাকানি।

ভাঙবে তবু বয়স কপাট
বাধঁবে দূঃখের ঘর,
ঝড় ঝাপটা যতই আসুক
কেউ হবেনা পর।

তাং-০১/০২/২০১৯ইং

পাঠকের মন্তব্য