কবিতা : ছোট যার মন

কবিতা : ছোট যার মন

কবিতা : ছোট যার মন

কবিতা : ছোট যার মন

     মকবুল প্রধান

   ডুব দিয়ে চুপ করে
     থাকে যেই জন,
    টুপ-টুপ খায় খুব
     ছোট যার মন।

   টন-টন ব্যাথা পায়
    নিলে কেউ কিছু,
 নিতে তবে হবে নাকো
    কখনো সে পিছু।

  বোঝেনা সে নিজ পর
     সদা খাই খাই,
   কে কী পায় পাক
    ভালো তার চাই।

 কারো খায় কারো গায়
   কারো করে ক্ষতি,
স্রষ্টা ছাড়া কেউ বোঝেনা
    এদের মতিগতি।
   

তাং-২১/১২/২০১৮ইং

পাঠকের মন্তব্য