কবিতা : মিছে আরাম

কবিতা : মিছে আরাম

কবিতা : মিছে আরাম

কবিতা : মিছে আরাম

  কবি - মকবুল প্রধান

  ধর্ম ভুলে কর্মে কেউ
  খোঁজে হালাল হারাম,
মিছে খোঁজে মূলেই বোঝে
  নিজের একটু আরাম।

  প্রভূর কথা ভাবছে কভু
   কবেই গেছে ভুলে,
আরাম পেয়ে হারাম খেতে
   হাটছে হেলে দুলে।

 ফান্ডের কড়ি ভান্ডে তুলে
   খাক না যতই হারাম,
 তবু ভালো জ্বালায় আলো
   হয়না তাদের ব্যারাম।

বেশ একদিন শেষ হবে যে
   বুঝবে নাকো কবে,
সেদিন আলো নিভবে ভালো
   নামবে আধাঁর ভবে।
   
       রচনাকাল : ২১/০৫/২০১৮ইং 

পাঠকের মন্তব্য