কবিতা : ভাগ্য রজনী শবে বরাত

ভাগ্য রজনী শবে বরাত
ভাগ্য রজনী শবে বরাত
কাকলী আক্তার মৌ
অতি পবিত্র মাহে শাবান,
স্বাগত জানাই, ছড়াই লোবান।
রজনী বিশেষ সম্মানী অতি,
শবে বরাত যে, ভাগ্য রাতি।
প্রভুর রহমত দয়ার জ্যোতি,
পাবে বিশ্বের সকল জাতি।
পাপ পুণ্যের হিসাব ভবের,
যাচাই করবেন প্রভু সবের।
কি চাও বল তোমরা ভবে?
ডাকবেন প্রভু বলবেন সবে।
চাই কি কারো রিযিক আয়ু?
কাঁটাতে চাও কি বিপদ বায়ু?
যে যা চাইবে অন্তর মনে,
বিলাব ভবের সর্ব জনে।
আছ কি কোন মহা পাপী;
আছ কি কোন জগৎ শাপী?
নূরের রজনী, পবিত্র শানে,
তওবা করো অন্তর ধ্যানে।।
প্রার্থনা করি তোমার সনে,
ক্ষমা চাই প্রভু নত নয়নে।
দূর করো প্রভু অন্তর কাঁদা,
তওবার কবুলে কর সাদা।
তোমার নামটি জ্বপনে সবে,
বাঁচতে চাই প্রভু সুন্দর ভবে।
রহমতের সুর ছড়াও কানে,
পৌছাও প্রভু, মাহে রমযানে।।
রচনাকাল : ০৫/০৪/২০১৯খ্রিঃ
পাঠকের মন্তব্য