কবিতা : নামে শুধু খান

কবিতা : নামে শুধু খান
কবিতা : নামে শুধু খান
মকবুল প্রধান
খোকা খুকি হাঁক ডাকে
ঝালাপালা কান,
এমন এমন কাজ করে
যায় কারো মান।
বিধি নিষেধ মানে না তো
ধ্বংসের টান,
যায় যায় প্রাণ প্রায়
তবু ঐ গান।
বোঝে না তো শালীনতা
দেখা যায় রাণ,
রং ঢং কি যে সব
যায় যাক মান।
তবু তার খোলা দ্বার
পেয়ে বসে চান,
কার কি আসে যায়
নাই থাক শান।
ভাবে না তো কেউ কিছু
নামে শুধু খান,
মান হারা গান শুনে
যায় যাক কান।
রচনাকাল : ০৯/১১/২০১৮
পাঠকের মন্তব্য