কবিতা : 'আইএস তোরা কাদের লোক'

কবিতা : 'আইএস তোরা কাদের লোক'
'আইএস তোরা কাদের লোক'
কাকলী আক্তার মৌ
রক্তের গঙ্গায় বাড়ছে শোক
আইএস তোরা কাদের লোক?
দেশ কোনটি; কোথাকার বাসী,
কোন সে দেশের তোরা দাসী?
নিরীহ জাতির শান্ত দেশে
মারিস বোমা উচ্চ হেসে;
বিনাশী তীর বিঁধছে বুকে
কাঁদছে বিশ্ব বিরহ শোকে।
বিষ কেন বুকে এত জমা,
মারিস কেন বুলেট বোমা?
নিরীহ দেশের নিরীহ জাতি
ক্রন্দন হচ্ছে ওদের সাথী।
সর্ব দেশে মারছিস বোমা,
ইসরাইলে কেন খাতির-ক্ষমা?
সম্পর্কে তারা কি হয় তোদের;
এত দরদ দেখাস যাদের?
তোরা কি তবে তাদের দোসর,
মোসাদের কথায় বসাও আসর?
এমন নকশা আঁকিস ভবে,
মুসলিমকে যেন দোষে সবে।
ইসরাইল স্টেট নামটি ধরে,
অশান্তি কর্ম যাচ্ছিস করে;
ভবের মানুষ নয়তো বোকা
তোদের কথায় খাবে ধোকা।
চালাক যে'জন নিচ্ছে বুঝে,
দোষী কারা নিচ্ছে খোজে।
ইসলামিক স্টেট যতই বলিস,
নীল নকসায় যতই চলিস।
তোদের পরিচয় তোরা জঙ্গী,
ইসরাইলের চির সঙ্গী।
রচনাকালঃ ২৮/০৪/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য