জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকার লুট 

জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকার লুট 

জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকার লুট 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকার লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতের কোনো এক সময় এই লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। ব্যক্তিগত সম্পদ লুট এবং সই জাল হওয়ার আশঙ্কা থেকে বনানী থানায় সাধারণ ডায়েরির (জিডি) চার দিনের মাথায় এ ঘটনা ঘটল।

গত ২৫ এপ্রিল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে বনানী থানায় জিডি করেন। এতে এরশাদ উল্লেখ করেন, অসুস্থতার সুযোগ নিয়ে তার স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদহানির হুমকি রয়েছে।

এ অবস্থায় কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পর্যাপ্ত নিরাপত্তা চান তিনি। সম্প্রতি ছোট ভাই জিএম কাদেরকে দলের ‘উত্তরাধিকার’ করে নিজের সব সম্পত্তি ট্রাস্টে দেয়ার ঘোষণা দেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

এ-সংক্রান্ত পাঁচ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ড সদস্যদের মধ্যে আছেন- এইচএম এরশাদ, তার ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার, আত্মীয় মুকুল এবং ব্যক্তিগত কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর।

তবে ওই ট্রাস্টি বোর্ডে নিজের স্ত্রী রওশনকে অন্তর্ভুক্ত করেননি এরশাদ।

পাঠকের মন্তব্য