কবিতা : জীবনের মানে

জীবনের মানে
কবিতা : জীবনের মানে
কাকলী আক্তার মৌ
জীবন মানে সুখ দুঃখ;
হাসি কান্নার মেলা,
জীবন মানে বহতা নদী
জোয়ার ভাটার খেলা।।
জীবন মানে উথান পতন
কষ্ট সুখের ধাম,
জীবন মানে চড়াই উতড়াই
বেঁচে থাকার নাম।।
জীবন মানে জয় পরাজয়
সুখ দুঃখের ডালা,
জীবন মানে শত্রু মিত্রের
ধ্বংস গড়ার খেলা।।
জীবন মানে ঘাত প্রতিঘাত
প্রতিহিংসার নীতি,
জীবন মানে প্রেম বেদনার
অফুরন্ত স্মৃতি।।
জীবন মানে মরন অপেক্ষা
পাপ পুণ্যের ফল,
জীবন মানে চাওয়া পাওয়া
শোক শান্তির ঢল।।
জীবন মানে লাভ লোকসান
ভবের কারবারে,
জীবন মানে প্রভুর স্মরন
শাহী দরবারে।।
জীবন মানে বিলিয়ে বাঁচা
একে অপরের তরে,
জীবন মানে মরনে অমর
সৃষ্টি ভবের ঘরে।।
রচনাকাল : ০৪/০৫/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য