কবিতা : বিশ্ব ছিলো এক পৃথিবী

কবিতা : বিশ্ব ছিলো এক পৃথিবী

কবিতা : বিশ্ব ছিলো এক পৃথিবী

কবিতা : বিশ্ব ছিলো এক পৃথিবী

কাকলী আক্তার মৌ

বিশ্ব ছিলো এক পৃথিবী
শান্তি ছিলো বেশ,
ভাঙলো জাতি কাঁটা তারে
টুকরা টুকরা দেশ।।

জাতি বিভেদ নাহি ছিলো
শান্তি ছিল ভবে।।
আদম সন্তানের পরিচয়ে
চলত স্ব-গৌরবে।।

ধর্ম বর্ণ জাতপাতে আজি
শান্তির নাই লেশ,
জাতি হিংসার রেষারেষিতে
গড়ছে নতুন দেশ।।

কেউ বা দেয় ধর্ম দোহাই
কেউ সাদা কালো,
হানাহানি আর খুনা-খুনির
আঁধারে খুজে আলো।।

মানবতা বিলীন রক্ত প্রহারে
মুখে অগ্নি বাণী,
অখন্ড ধরা ভাঙায় মত্ত
ভবের মূর্খ জ্ঞানী।।

কবরে শায়িত শান্তির আলো
আপনে আঁধার রাতি,
যুদ্ধের দামামায় শান্তি খুজে
নিঃসঙ্গ হচ্ছে জাতি।।

রচনাকালঃ ২৭/০৪/২০১৯খ্রিঃ।

পাঠকের মন্তব্য