কবিতা : দ্বীনের লেখা 

কবিতা : দ্বীনের লেখা 

কবিতা : দ্বীনের লেখা 

কবিতা : দ্বীনের লেখা 

কাকলী আক্তার মৌ

সকাল সন্ধ্যা সাজের বেলা
পড়ছো দ্বীনের লেখা,
আমল করার সময় হইলে
পাই না কভু দেখা।

মানুষের হক নষ্ট করিয়া
আঘাত দিচ্ছ অন্তরে,
নামায রোযা না করিয়া
যাচ্ছ নরক প্রান্তরে।

লোক দেখানোর তরে সদা
করো আল্লাহর যিকির,
পাছে লোকে কামিল বলিবে
এমন করছো ফিকির।

শিরিক বিদাত আমল করে
হচ্ছো ভন্ডের সেরা,
আল্লাহর কাছে পরিবে ধরা
করিবেন যখন জেরা।

মনের ভিতর প্রশ্ন জেগেছে
ভাবো যতই অবান্তর,
ধর্মীয় লেখা পড়ে কি লাভ?
পবিত্র না হয় যদি অন্তর।

রচনাকালঃ ২১/১২/২০১৮খ্রিঃ।

পাঠকের মন্তব্য