কবিতা : চাষা দেশের আশা

কবিতা : চাষা দেশের আশা
চাষা দেশের আশা
কাকলী আক্তার মৌ
মুক্তিকামী মহাবীর আমার দেশের চাষা,
মাঠে ঘাটে সোনা ফলায় তারাই দেশের আশা।
রোদে পুড়ে বৃষ্টি ভিজে, বহু কষ্ট গায়,
অনাহারে অর্ধাহারে অন্ন নাহি পায়।
হাসে তবুও সারা বেলা কষ্ট ভরা মুখে,
সোনার ফসল ফললে মাঠে আনন্দে ভাসে সুখে।
তাদের কষ্টের বিনিময়ে মোরা অন্ন তুলি পাতে,
মূল্য হীনে চাষা সবে মরে দুঃখ ঘাতে।
ভেবে দেখ চাষা যদি নাহি ফলায় সোনা,
চেষ্টা শত ভরবে নাহি শূন্য পেটের কোণা।
হাজার টাকা কামাই করে ঘুরছ সুখের পিছে,
ফসল যদি নাহি ফলে ষোল আনা-ই মিছে।
জগৎ শ্রেষ্ট যোদ্ধা তারা, মোদের দেশের চাষা
কেমন করে গাইব সুনাম; মুখে নাহি ভাষা।
রচনাকাল : ১৭/০৫/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য