পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেননি রাহুল গান্ধী : কংগ্রেস

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

পদত্যাগ করার আর্জি জানানি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং থাকলেও সেখানে রাহুল পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেনি বলে জানিয়েছে ওই দল।

কংগ্রেসের তরফ থেকে এই খবর জানিয়েছেন রণদীপ সিং সুরযেওয়ালা। এর আগে শোনা গিয়েছিল যে এদিন তিনি ইস্তফা দিলেও তা গ্রহণ করেনি ওয়ার্কিং কমিটি।

বৃহস্পতিবার ফল প্রকাশ হয়েছে লোকসভা ভোটের৷ সেখানেই স্পষ্ট দেশের মানুষ মোদী বিরোধীদের উপর আস্থা রাখেননি৷ কংগ্রেসের আসন বাড়লেও গেরুয়া শিবিরের জয়ের পাশে তা ম্লান৷ এই অবস্থায় দলের হারের কারণ নিয়ে নয়াদিল্লিতে সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়৷

বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, শীলা দিক্ষিত প্রমুখ৷

ফল প্রকাশের পরই শোনা গিয়েছিল যে, দলের নেতৃত্ব ছেড়ে দিতে চান রাহুল৷ তবে দলীয় বিষয় নিয়ে প্রকাশ্যে চর্চা হোক তা চায়নি কংগ্রেস নেতৃত্ব৷ সেই দাবি উড়িয়ে দেয় কংগ্রেস। উল্লেখ্য গোটা দেশে কংগ্রেস মাত্র ৫২টি আসন পেয়েছে এককভাবে। নিজের পুরনো কেন্দ্র আমেঠি থেকেই হেরে গিয়েছে রাহুল। যদিও ওয়ানাড় থেকে জিতে সাংসদ হচ্ছেন তিনি।

পাঠকের মন্তব্য