বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে দিল তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে দিল তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে দিল তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে মারলেন দিল্লির এক তরুণী। বিকাশপুরী অঞ্চলের এই ঘটনা এর মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।

এনডিটিভি জানায়, গত সপ্তাহে বাইকে করে প্রেমিকের পেছনে চড়ছিলেন। একপর্যায়ে প্রেমিককে হেলমেট খুলতে বলেন ওই তরুণী। তখন আচমকা প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে মারেন তিনি।

তবে তারা পুলিশকে জানান, তাদের কেউ অ্যাসিড ছুড়ে মারা হয়েছে। কিন্তু কারা এ কাণ্ড ঘটিয়েছেন তারা বলতে পারেননি। পরে পুলিশের অনুসন্ধান ও জেরার মুখে মূল ঘটনা জানান আহত তরুণ।। অভিযোগও স্বীকার করেন ওই তরুণী।

দিল্লি পশ্চিমের পুলিশ কর্মকর্তা মণিকা ভরদ্বাজ জানিয়েছে, তিন বছর ধরে ওই যুগলের মধ্যে সম্পর্ক। দিন কয়েক আগে যুবতী বিয়ের প্রস্তাব দিলে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন প্রেমিক। এরপরেই ক্ষোভের বশবর্তী হয়ে এই কাণ্ড ঘটান ওই তরুণী। ঘটনার দিন পার্সে করে অ্যাসিডের বোতল নিয়ে এসেছিলেন তিনি।

এদিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই নারীকে। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

পাঠকের মন্তব্য