প্রেমের কবিতা : ভালবেসে পেলামনাতো কিছু 

প্রেমের কবিতা : ভালবেসে পেলামনাতো কিছু 

প্রেমের কবিতা : ভালবেসে পেলামনাতো কিছু 

প্রেমের কবিতা : ভালবেসে পেলামনাতো কিছু 

শফিক তপন 

আমি বুঝিনাতো কেন 
মনটা আমার ছুটে চলে তোমারই পিছু পিছু,
যতই ভাবি ততই দেখি 
তোমায় আমি ভালবেসে পেলামনাতো কিছু । 

মাঝে মাঝে মনে হয় 
আমি বড়ই বোকা মিছাই তোমার পিছে ঘুরি, 
মনটা আবারও ছুটে 
যখন বাজে রিনিঝিনি তোমার হাতের চূড়ি । 

তুমি অনেক রূপবতী
তাইতো বলি সেজন্যই বুঝি তুমি অহংকারী, 
কি করেইবা ভুলব বল 
হাসিটাযে পূর্ণিমার চাঁদের মতই মিষ্টি ভারী । 

রাতের আঁধারে দেখি 
জোছনার আলো তোমার ঐ চন্দ্রমুখে ফুটে,
প্রেমে না পড়ে যাই কই 
যবে লালপদ্ম তোমার ঐ কপোলে ফুটে উঠে । 

আরে শুধু কিবলি তাই 
তোমার ঐ মৃগয়াক্ষীতে সদা হৃদয় চুম্বী দৃষ্টি,
ভাল না বেসে কিকরি 
ঐচোখে চোখ পড়লে হয় ভাললাগার সৃস্টি ।

শুধু ভাবি আর ভাবি 
আরে ধূত্তোরই ছাই কিছু পাই আর না পাই,
ভাললাগে ভালবাসি 
সারাজীবন শুধু তোমাকেই ভালবেসে যাই । 

তুমি মোরে কোনদিন 
ভালবাসবে কিনা তাহা এখনো অনিরুপিত,
তাতে কিবা আসে যায় 
মোর ভালবাসাকেই করি না হয় সুসংগঠিত । 

পাঠকের মন্তব্য