কবিতা : গুরু বাণী নাহি শুনে

কবিতা : গুরু বাণী নাহি শুনে

কবিতা : গুরু বাণী নাহি শুনে

গুরু বাণী নাহি শুন

কাকলী আক্তার মৌ

গুরু বাণী নাহি শুনে,
নীতি কথার ইতি টেনে,
ভবে পাপ হবে জানে,
করে তবু চুপি মনে।

রঙিন স্বপ্নে নয়ন ভরি,
মজুদ গড়ে অর্থ কড়ি।
কষ্ট ছুড়ে অগ্নি কথায়,
রক্ত ঝড়ায় ঠান্ডা মাথায়।

স্বার্থ লোভে সাজে কানা,
ভবে মেলে রঙিন ডানা।
কুটিল পক্ষির রূপটি ধরে,
পাপ গগনে বেড়ায় ঘুরে।

খ্যাতি কুড়ায় বিশ্ব ধনী,
ভবে রটে জগৎ জ্ঞানী।
পাপ কর্মে কাল ময়লা,
মরনে রটে নরক কয়লা।।

রচনাকাল : ০৪/০৫/২০১৯খ্রিঃ

পাঠকের মন্তব্য