কবিতা : তুমি এবং বৃষ্টি

কবিতা : তুমি এবং বৃষ্টি
কবিতা : তুমি এবং বৃষ্টি
আরিফ মঈনুদ্দীন
তুমি এবং বৃষ্টি
বৃষ্টি এবং তুমি
আমি আলাদা করতে পারি না তোমাকে
আমি আলাদা করতে পারি না বৃষ্টিকে
তোমাকে নিয়ে তুমুল বৃষ্টিতে আবেশে ভিজতে ভিজতে
আমাদের গা বেয়ে গড়িয়ে পড়ে তরল মুক্তোর টুপটাপ ফোঁটা
বৃষ্টি ছুঁয়ে যায় সৃষ্টির নিপুণ
বৃষ্টি ছুঁয়ে যায় সৃষ্টির গোপন
তোমার দীঘল কেশরাশি সিক্ত হতে হতে ঘনীভূত মেঘ
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে বৃষ্টির আকর
অধরোষ্ঠ বেয়ে নেমে যায় যেমন বঙ্গোপসাগরে গড়িয়ে পড়ে জল
নিচের দক্ষিণে নামতে নামতে ছুঁয়ে যায় গালিচার মেঝে
তরল রৌপ্যের কণা আদরে আদরে
ভরিয়ে দেয় আরাধ্য দেহ কোমলের শিরা-উপশিরা
ভেজা শরীরের স্পর্শে জ্বলে উঠে জলের আগুন
বৃষ্টি-বৃষ্টি দিনে উদার বসন্ত আনে জলের ফাগুন।
পাঠকের মন্তব্য