মিয়ানমার নৌ জাহাজে রকেট হামলা চালিয়েছে আরাকান আর্মি

মিয়ানমার নৌ জাহাজে রকেট হামলা চালিয়েছে আরাকান আর্মি

মিয়ানমার নৌ জাহাজে রকেট হামলা চালিয়েছে আরাকান আর্মি

রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। হামলায় মিয়ানমারের এক সেনা ক্যাপ্টেনসহ তিন জন নিহত হয়েছেন।খবর ইরাবতী, সিনহুয়া।

গত শুক্রবার মাইবন নদীতে এই হামলার ঘটনা ঘটে। তবে সিনহুয়ার খবরে বলা হয়েছে, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে রকেট হামলা চালানো হয়েছে। সোমবার কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়না তদন্তের জন্য তিন মরদেহ শনিবার পৌঁছানোর কথা স্বীকার করেছেন।

হাসপাতালের ওই কর্মীর তথ্যানুযায়ী খবরে বলা হয়েছে, হামলায় নিহতদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩ এর একজন ক্যাপ্টেন এবং অপর দুজন দানিয়াবতী নৌঘাঁটির দুই কর্মী।

কিয়াউকফাইয়ুর স্থানীয় কয়েকজন জানিয়েছেন, নিহত ক্যাপ্টেনের নাম হলো সোয়ে হতেত অং।

আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলার কথা স্বীকার করা হয়েছে। তাদের দাবি, হামলায় প্রায় ১০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তবে ইরাবতীর পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায় নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাবতীর পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের কাছে ফোন করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মন্তব্য