কবিতা - মুজিব থেকে সজীব

মজিব থেকে সজীব

মজিব থেকে সজীব

মুজিব থেকে সজীব
 
মুজিব থেকে সজীব
আমি যে মিল খুজে পাই
বাংলা আর বাঙালীর নেতৃত্বের। 

কেবলি কাকতালীয় মিল
দু'পায়ে হাটা নয়, 
দেশের জন্য
দেশের মানুষের জন্য
মানুষের ভাগ্য বদলের জন্য। 

ক্রমেই ভাবিয়ে তুলছে সেই আনুমান- 
মেধা-মনন ও দেশপ্রেমবোধে; 
আর সময়োপযোগী আধুনিকতায়,  
আমি যে মিল খুজে পাই। 

আমি যে মিল খুজে পাই 
বাংলা বাঙালি সেই মাহিন্দ্রক্ষণ;  
'একাত্তর' বিজয়ের আনন্দে যার আগমন।    

জন্মের পর যে শিশুটির নাম 'জয়' রাখা হয়
জাতির জনক বঙ্গবন্ধুর চিন্তা থেকে
এ যেন তারঁই ছাঁয়া।
আমি যে মিল খুজে পাই 
মুজিব থেকে সজীব। 

-এম, আর টিপু 

 

পাঠকের মন্তব্য