কবিতা : “জাগ্রত মহাবীর”

কবিতা : “জাগ্রত মহাবীর”
“জাগ্রত মহাবীর”
কাকলী অক্তার মৌ
কাজী নজরুল, তুমি বীর,
উন্নত সদা শির।
নহে নিঃস্ব;
হীনে অশ্ব,
তুমি বজ্র, ছিলে সৈনিক,
হুংকার দিতে দৈনিক।উত্তাপ বুলি তরঙ্গে,
বৃটিশ কেঁপেছে বঙ্গে।
কথায় ঝংকার,
ছিলো হুংকার।
কেঁপেছে বিশ্ব;
ভেঙেছে বাংকার।লেগেছে ঝাকুনি,
উঠেছে কাঁপুনি,
শাসনে ধরেছে চির,
স্থব্দ বৃটিশ বীর।শক্তি হয়েছে ধীর,
নত হয়েছে শির।
হিংস্রতার হলো পতন,
তুমি বঙ্গ, অমূল্য রতন।তুমি জাগ্রত মহাবীর,
উচালে বঙ্গ শির।রচনাকালঃ ০২/০৮/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য