কবিতা :‘ব্যারিষ্টার সুমন ভাই’

কবিতা :‘ব্যারিষ্টার সুমন ভাই’
‘ব্যারিষ্টার সুমন ভাই’
- এস, এম, জাহাঙ্গীর আলম
ব্যারিষ্টার সুমন ভাই
বলার মত কিছু নাই,
দিলাম তোমায় তাই-
এই লেখাটাই।
সততার চেয়ে পতিতার দাম
হয় যখনই বেশি,
সত্যবাদী এই সমাজে
হয় তখনই দোষী।
ইচ্ছে করে যায়রে ছুটে
ঐ বিধাতার কাছে,
বলব গিয়ে স্বাধীন দেশে
মানুষ কি আর আছে।
অপরাধী সব অপরাধে
রাষ্ট্র নিয়ে খেলে,
বলতে গেলে রাষ্ট্র আবার
দায় পাঠিয়ে জেলে।
অর্থলোভী নেতা ওঁরা
মারছে মানুষ পিষে;
বলব গিয়ে স্বাধীন দেশে
মানুষ কি আর আছে।
ধর্ম নিয়ে করছে লড়াই
পাপী করে বড়াই;
দেশের লাটাই ওঁদের হাতে
ইচ্ছে মতো ঘুরাই।
দেশটা এখন প্রিয়া সাহার
আমরা জাতি মিছে;
বলব গিয়ে স্বাধীন দেশে
মানুষ কি আর আছে।
( লেখক- এস, এম, জাহাঙ্গীর আলম, কারারক্ষী,
চাঁপাই নবাবগঞ্জ জেলা কারাগার )
পাঠকের মন্তব্য