কবিতা : রক্তাক্ত শোক

রক্তাক্ত শোক

রক্তাক্ত শোক

 “রক্তাক্ত শোক”

কাকলী আক্তার মৌ

ব্য‌থিত নয়‌নে শোক দিবস করছি আজি স্মরণ,
আগস্ট মাসেই হয়েছিল জাতির রক্ত ক্ষরণ।
বিপথগামী হয়েছিল কিছু কুলাঙ্গারের চরণ,
তাদের দ্বারা স্বপরিবারে করেছিলে শাহাদাৎ বরণ।

বঙ্গবন্ধুকে হত্যা করে করেছে দেশের ক্ষতি,
সেই কারনেই এখন মোরা পশ্চাদপদ জাতি।
বিশ্বের বুকে মাথা উচিয়ে বলতাম মোরা কথা,
বেঁচে যদি থাকতে তুমি,বাংলা জাতির পিতা।

বিশ্বনেতা ছিলে তুমি শেখ মুজিবুর রহমান,
স্বাধীনতার তরে ছিল তোমারি অবদান।
তোমার কথা স্মরণ হলে নয়ন জলে ভাসে,
ব্যথিত মনে দিন কাটে মোর, সর্বদা কাটে ক্লেশে।

স্মরণে রাখবে হত্যাকারী সকল কুলাঙ্গার,
ধরণীতেই সম্পন্ন হবে তোদের অন্যায়ের বিচার,
প্রার্থনা করি প্রভুর সনে মোরা বারং বার,
তোদের জন্য যেন খুলে দেন জ্বলন্ত নরক দার।

রচনাকাল : ১৪/০৮/২০১৮খ্রিঃ।

( উৎসর্গঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ )

পাঠকের মন্তব্য