কবিতা : তুমি জাগ্রত, তুমি মহান

কবিতা : তুমি জাগ্রত, তুমি মহান

কবিতা : তুমি জাগ্রত, তুমি মহান

কবিতা : তুমি জাগ্রত, তুমি মহান

রুবেল সরকার

জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান
ছোট্ট বেলায় উদার মনে
গায়ের জামা খুলে দিয়ে,
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে
বুঝিয়ে দিলেন,
তুমি জাগ্রত, তুমি মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

সকলের মাঝে দাঁড়িয়ে
সাহস নিয়ে বৃষ্টি হলে পানি পড়ে
স্কুলের ছাঁদ বেয়ে, 
নেতাদের বলে দিলেন আপন মনে। 
তুমি জাগ্রত, তুমি মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দুঃখ-কষ্ট, বিপদ, ঝামেলা যেখানে 
তোমার হাজিরা সেখানে।
তুমি জাগ্রত, তুমি মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সাহস নিয়ে বীর দর্পে রাজনৈতিক অঙ্গনে 
সকল অন্যায় প্রতিবাদে
ছিলে তুমি,
তুমি জাগ্রত, তুমি মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পাকিস্তানি হায়নারা করলো আঘাত  
দিলে তুমি স্বাধীনতার ডাক।
মাকে তুমি আনলে ফিরে 
লাল সবুজের মাঝে।
তুমি জাগ্রত তুমি মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কারাবাসে পার করলে তোমার
জীবনের বেশীর ভাগ
তুমি জাগ্রত, তুমি মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ধংসস্তুপে দাঁড়িয়ে
স্বপ্ন নিয়ে মনে 
বাংলা মা'কে গড়ার। 
তুমি জাগ্রত, তুমি মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ধংস করলো জাতির মাথা
ধংস করল দেশ, 
ওরা নরপিশাচ প্রেতআত্মা জারজ এরা। 
রক্ত বলে কথা
তোমার রক্তে বেড়ে ওঠা মমতাময়ী মা; 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ধরলো দেশের হাল।

আজকে তুমি ওপার থেকে দেখো, 
তোমার স্বপ্ন সফল হলো।
তুমি জাগ্রত, তুমি সবার অন্তরে,
তুমি আছো, তুমি থাকবে 
তুমি মহান; জাতির জনক বঙ্গবন্ধু 
শেখ মুজিবুর রহমান।

পাঠকের মন্তব্য