বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত পত্র-পত্রিকার তালিকা

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত পত্র-পত্রিকার তালিকা
মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে সামগ্রিকভাবে এবং বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয় ভাবে অনেকগুলো পত্র-পত্রিকা এবং ছোট ছোট হ্যন্ডবিল,বুলেটিন ইত্যাদি প্রকাশিত হত। বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যকলাপ, রণাঙ্গনের খবরা খবর, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অঞ্চলে বিজয়ের সংবাদ, শরণার্থী শিবিরের দূর্দশা ইত্যাদি মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ধরনের তথ্য প্রকাশের মাধ্যমে যোদ্ধা ও সাধারণ জনগণকে উৎসাহিত করার জন্যই মূলত এসব পত্রিকা প্রকাশিত হত।
মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সময়ে শুধুমাত্র অবরুদ্ধ বাংলাদেশ, মুক্তাঞ্চল ও মুজিবনগর থেকে প্রায় ৬৪ টি পত্রিকার সন্ধান পাওয়া যায়[১]। এগুলোর মধ্যে কিছু কিছু মুদ্রিত হলেও অধিকাংশ ছিল সাইক্লোস্টাইলের (হাতে লেখা)। ২-৩ টি পত্রিকা বাদে বেশির ভাগই ছিল সাপ্তাহিক। তবে যে ভাবেই প্রকাশিত হোক না কেন, সবগুলোর আদর্শ ও উদ্দেশ্যই ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করা।
বিতরণ পদ্ধতি : এসব পত্রিকা বেশি সংখ্যক প্রকাশিত না হওয়ায় খুব একটা সহজলভ্য ছিল না। তাই এসব পত্রিকাগুলোর এক একটি কপি যোদ্ধা ও জনগণদের কাছে ছিল অনেক মূল্যবান। সাধারণত কিশোর বয়সী ছেলেরাই এসব পত্রিকা বিলি করত। বিলি করার সময় তারা পাকিস্তানী বাহিনীর হাতে ধরা পড়ে গেলে তৎক্ষনাত তাদের হত্যা করার ঘটনাও অনেক ঘটেছে।
পত্রিকাসমূহের বিবরন : বিভিন্ন স্থান হতে অনেকগুলো পত্রিকা যুদ্ধের সময় বের হতো। তবে এর কোনটিই নিয়মিত ছিল না। এখানে মুক্তিযুদ্ধকালীণ প্রকাশিত বিভিন্ন পত্রিকাসমূহের সংক্ষিপ্ত বিবরন তুলে ধরা হলো।
পত্রিকার নাম ও সম্পাদক
জয়বাংলা সম্পাদক : আবদুল গাফফার চৌধুরী
অগ্রদূত সম্পাদক : আজিজুল হক
জন্মভূমি সম্পাদক : মোস্তফা আল্লামা
জাগ্রত বাংলা সম্পাদক : হাফিজউদ্দিন আহমদ, মোহাম্মদ আলী
বাংলাদেশ সম্পাদক : মিজানুর রহমান
বিপ্লবী বাংলাদেশ সম্পাদক : নুরুল আলম ফরিদ
মুক্তিযুদ্ধ সম্পাদক : বেনামে প্রকাশিত
রণাঙ্গন সম্পাদক : রণদূত(ছদ্মনাম)
এছাড়াও আরো আছে
অভিযান- সম্পাদক : সিকান্দার আবু জাফর।
বঙ্গবাসী- সম্পাদক : কে এম হোসেন।
স্বদেশ- সম্পাদক : গোলাম সাবদার সিদ্দিকী।
স্বাধীন- সম্পাদক : সামছুল আলম দুদু।
সোনার- সম্পাদক : সরকার কবীর।
দাবানল- সম্পাদক : মো, জিনাত আলী।
বাংলার মুখ- সম্পাদক : সিদ্দিকুর রহমান আশরাফী।
বাংলার- সম্পাদক : আমির হোসেন।
মুক্তবাংলা- সম্পাদক : আবুল হাসনাত সা আদত খান।
সাপ্তাহিক বাংলা- সম্পাদক : মাইকেল দত্ত
প্রতিনিধি- সম্পাদক : আহমদ ফরিদউদ্দিন।
মুক্তি- সম্পাদক : শরফুদ্দিন আহমেদ(সাইক্লোস্টাইলে ছাপা)।
সংগ্রামী বাংলা- সম্পাদক : আবদুর রহমান সিদ্দিক। প্রধান পৃষ্ঠপোষকঃ ভাসানী
দেশবাংলা- সম্পাদক : ফেরদৌস আহমদ কোরেশী।
আমার দেশ- সম্পাদক : খাজা আহমদ।
সাপ্তাহিক আমোদ (কুমিল্লা)- সম্পাদক : মোহাম্মদ ফজলে রাব্বী
যুদ্ধকালীণ এত ব্যাপক সংখ্যক পত্রপত্রিকার প্রকাশ দেখে বলা যায় যে এইসব পত্র-পত্রিকার প্রকাশনা ছিল স্বতস্ফূর্ত।
বিদেশে বাঙালিদের প্রকাশিত পত্রিকা
পরিক্রমা = বাংলাদেশ স্টিয়ারিং কমিটির জন্সংযোগ বিভাগ কর্তৃক ১১ নং গোরিং স্ট্রিট লন্ডন হতে প্রকাশিত একটি অর্ধ-সাপ্তাহিক।
বাংলাদেশ পত্র = বাংলাদেশ লীগ অব আমেরিকা,কলেজ স্টেশন শাখা কর্তৃক মুদ্রিত ও প্রচারিত।
News letter = পূর্ব বাংলার স্বাধীনতার মুখপত্র।
Bangladesh today = গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রচার বিভাগ কর্তৃক প্রকাশিত পাক্ষিক।
বাংলাদেশ = বাংলাদেশ লীগ অব আমেরিকার শাখা সংগঠন কর্তৃক মুদ্রিত ও প্রচারিত।
শিখা = বাংলাদেশ লীগ অব আমেরিকা,নিউইয়র্ক শাখা কর্তৃক প্রকাশিত
বাংলাদেশ = বাংলাদেশ সমিতি,কানাডা,টরেন্টো শাখা কর্তৃক প্রকাশিত।
Bangladesh west = বাংলাদেশ লীগ অব আমেরিকা, ক্যালিফোর্নিয়া শাখা।
তথ্যসুত্র
মুনতাসির মামুন। কিশোর মুক্তিযুদ্ধ কোষ। সময় প্রকাশন।
রফিকুল ইসলাম বীর উত্তম। লক্ষ প্রাণের বিনিময়ে। অনন্যা প্রকাশনী।
ডঃ মাহফুজুর রহমান। বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম ও মুক্তিযুদ্ধে চট্টগ্রাম। বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র,চট্টগ্রাম। পৃষ্ঠা পৃ ১৪৮।
এ এস এম সামছুল আরেফিন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
পাঠকের মন্তব্য