কবিতা : ‘আমিও ভালবাসি’
.jpg)
কবি - মো : কাশেম গান্দী
‘আমিও ভালবাসি’
মো : কাশেম গান্দী
পথের মাঝে ক্ষণিক দেখা
মনে হয় চিনি তারে--হৃদয় আকুল করা,
কোথায় যেন দেখেছি তারে
তাই ভাবিয়া হই দিশেহারা।
কহিলাম, কে তুমি? কোথায় থাকো?
কিছু না কহিয়া ঘোমটা টানিলো মুখে,
মুচকি হাসিয়া পিছন ফিরে শুধু হাত নাড়িলো
কহিলো, ‘থাকিও বন্ধু সুখে’ ।
পথের মাঝেই দাঁড়িয়ে রইলাম
শুধু আঁখি দুটি অনিমিখ,
ভাবিতে ভাবিতে কহিলাম, কে সেই রমনী?
ভাবিয়া না পাইলাম কোন দিক।
শুধু ডাকিয়া কহিলাম, ওহে পথিক!
পথের মানুষ পথেই দেখা ক্ষণিকের পরিচয়,
আস-যাওয়ার মাঝখানেতে
শুধু এইটুকুই যেন রয়।
কথা যদি নাহি কও, তবে যাও চলে যাও
ফিরিয়ে নিলাম মোর আঁখি,
শুধু ভাবনার পাখি মোর রইল বেদনায়
জীবন রয়েছে আর কত বাকি।
আবার ফিরিয়া মুচকি হাসিলো
কহিলো, ‘বন্ধু আসি’
আমিও কহিলাম বন্ধু তোমায়
‘আমিও ভালবাসি’ ।
পাঠকের মন্তব্য