কবিতা : হাহাকার অগ্নি শিখা

কবিতা : হাহাকার অগ্নি শিখা

কবিতা : হাহাকার অগ্নি শিখা

‘হাহাকার অগ্নি শিখা’ 

কাকলী আক্তার মৌ

ভাবহীন মনে গগণ পানে
বোকার মত চাই,
কাগজ কলম হাতে শুধু
লেখার ভাষা নাই।

কেমন করে হিংসা ভরে
আগুন দিল ঘরে?
লক্ষ টাকা, জীবন শিখা
নিমেষে গেল পুড়ে।

ঘর হারিয়ে চলে খুড়িয়ে
করছে হাহাকার,
স্বজন,বৎস আয়ের উৎস
ভেঙ্গে একাকার।

সুখের আশায় টাকার নেশায়
এমন কেন করলে?
সুপথ ছেড়ে পাপের রথে
কেমন করে ধরলে?

কারো ছিল লালিত স্বপ্ন
কারো ভালবাসা,
শক্তি,জোরে অগ্নি ছোড়ে
ধ্বংস করলি আশা।

ভাবিস নাহি পাবি ক্ষমা
হীন কর্ম করে,
লক্ষ শাপে আঁধারে ঘিরে
খাবে কুড়ে কুড়ে।।

রচনাকালঃ ১৮/০৮/২০১৯খ্রিঃ।

পাঠকের মন্তব্য