কবিতা : ‘হিসাব খাতায় শূন্য’

কবিতা :‘হিসাব খাতায় শূন্য’
‘হিসাব খাতায় শূন্য’
সাংবাদিক সজীব আকবর
স্বপ্ন ছিলো লিখবো ভালো
হোকনা সাদা কিম্বা কালো
আমি কি আর ডরাই।
চলার পথে সাথে পিছে
থাকছি যাদের ছাঁয়ার নিচে
এরাই দেখি ভাঙছে হাঁড়ি কড়াই।
এভাবে কি জীবন চলে
নিত্য যারা মিথ্যা বলে;
তাদের সাথে থাকবো কেমন করে?
ভাই কিম্বা বন্ধু বলো
সবাই বলে সাথে চলো;
আপন আপন পকেট সবাই ভরে।
আমারও তো স্বজন আছে,
সঙ্গে সাথে কাছে থাকে
তাদের আশা কেমনে করি পূর্ণ,
দিন ফুরিয়ে রাত্রি নামে
টেনশনে ভাই শরীর ঘামে;
হিসাব খাতায় পড়তে থাকে শূন্য।
পাঠকের মন্তব্য