কবিতা : মো‌দের বাঁচ‌তে দাও

মো‌দের বাঁচ‌তে দাও | কাকলী আক্তার মৌ

মো‌দের বাঁচ‌তে দাও | কাকলী আক্তার মৌ

মো‌দের বাঁচ‌তে দাও ?

কাকলী আক্তার মৌ

বিশ্ব মানব, ফেরিওয়ালা ভবের
তোমরা সবে চাও,
আমাজন পানে তাকিয়ে দেখো
অগ্নিতে দাউ দাউ। 

জ্বলছে বৃক্ষ জ্বল‌ছে পশু
অঙ্গার হচ্ছে পুড়ে,
বোবার মতো হাত গুটিয়ে
থেকো না আর দূরে।

আহার ভান্ডার, ভবের ফুসফুস
মহাবিশ্বের শান; 
অগ্নি নিভাতে অন্তর মনে
লাগাও সবে ধ্যান।

মোদের কান্না কষ্টের অশ্রু
শুনতে কি নাহি পাও?
দোহাই জাতি, মহান প্রভুর
মোদের বাঁচতে দাও?

রচনাকালঃ ২৪/০৮/২০১৯‌খ্রিঃ।

পাঠকের মন্তব্য