কবিতা : 'জীবনে আলো কবে জ্বলবে'

রানাদের জীবনে আলো কবে জ্বলবে
'জীবনে আলো কবে জ্বলবে'
কাকলী আক্তার মৌ
ঘর নাই ভিটা হীন পথ শিশু বাংলায়,
ভাত হীন হাভাতে নিজেকে সামলায়।
পথ শিশুর কথা কেউ বলে না মুখেতে,
নির্বাক হয়ে মন থাকে বসে সুখেতে।
লাথি গুতা মারে পিঠে,আরো দেয় কেলানি,
ভাব খানা করে তারা সব কিছুই ফেলানি।
অন্ন হীনে বস্ত্র হীনে পথে পথে অসহায়;
হাজারে হাজারে ঘুরে,কে নিবে তার দায়?
কোটি টাকা বাজেটের হিসাবের তরলে,
রানাদের স্বপ্ন থেকে যায় আড়ালে।
কোটি টাকায় ভাসে দেশ উন্নয়নের জোয়ারে,
রানাদের চোখে জল, বন্দী খোয়াড়ে।
বস্তিতে থাকে তারা জল হীন প্রহারে,
আধ পেটা খেয়ে তারা মুখে বলে,আহা'রে;
আহাজারী শব্দটা অভিশাপে রূপ নিলে,
সুখের আবেশটাকে আঁধারেতে খাবে গিলে।
শিক্ষার আলো কবে জ্বলবে ভূলোকে?
রানাদের জীবনের চাহিদার আলোকে।
তাদের দাবীর কথা কেউ কি বলবে?
রানাদের জীবনে আলো কবে জ্বলবে?
আছ যারা জ্ঞানী গুণী, নাও সবি সামলে,
হাভাতের দল যেন নাহি পরে হামলে।
বেশি কিছু বলি না, ভাষা হীন মুখেতে,
রানাদের কথা ভাব; থাকবে সুখেতে।
রচনাকালঃ ২৫/০৮/২০১৯খ্রিঃ
পাঠকের মন্তব্য