কবিতা : জীবন বাঁচার সংগ্রামে

কবিতা : জীবন বাঁচার সংগ্রামে

কবিতা : জীবন বাঁচার সংগ্রামে

জীবন বাঁচার সংগ্রামে

মোঃ আবুল কাশেম গান্দী 

অভাগা শিশুদের করুণ কান্না
শুনেছ কি কখনও তুমি?
প্লাবনে গিয়াছে ঘর-বাড়ি সব
হারিয়েছে স্বজন ভূমি।

দূর্যোগ আর প্লাবন আসে
বার বার যখন নামি,
কোথায় তখন আমার দেশ দরদীরা
আর কোথায় জনতা সংগ্রামী?

ক্ষুধার যন্ত্রণা আর বিবস্ত্রতার
অভিশাপ ছিল সীমাহীন,
দিন কাটে তাদের অনাহারে
আর রাতে নিদ্রাহীন।

তোমাদের নয়নে তাদের জন্য
যদি দিগন্তজুড়ে হয় কালো,
তাদের পাশে আজ এগিয়ে আসো
আর জীবন প্রদীপ জ্বালো।

আসে ঢল ভাসে ঘর,
গাছগাছালী আর মানুষ,
কোথায় আজ জনদরদীরা
হয়নি কি তাদের এখনও হুস?

অনাহার আর মৃত্যুবেদনা
আসে প্রত্যহ রোজ,
কেউ কি শুনেছ শত কান্নার ঢেউ
নিয়াছে কি কেউ তাদের খোঁজ?

যদিও কেহ আসেনি তারা
নেয়নি খবর তাদের আর,
জীবন বাঁচার সংগ্রামে ওরা
নিজেরাই আজ দুরন্ত দুর্বার।

পাঠকের মন্তব্য