পোরশায় পূনর্ভবা নদিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু 

পোরশায় পূনর্ভবা নদিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু 

পোরশায় পূনর্ভবা নদিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু 

পোরশায় পূনর্ভবা নদিতে গোসল করতে গিয়ে আপন(৬) নামের এক শিশু শিক্ষার্থীও মৃত্যু হয়েছে।

সে উপজেলার নিতপুর মাস্টার পাড়ার আরমান আলীর ছেলে ও আলোরপথে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। পরবিারিক সূত্রে জানাগেছে, স্কুল বন্ধ থাকায় আপন রবিবার দুপুরে সকলের অজান্তে বাড়ির পাশে পূনর্ভবা নদিতে গোসল করতে যায়। গোসল করার সময় সে শ্রোতের পানিতে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে স্থানীয় জেলেরো রাতে নদিতে মাছ ধরতে গিয়ে মৃত্যু অবস্থায় আপনের ভাসমান লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য