চেয়ারম্যান ও উপনেতা কাদের, বিরোধীদলীয় নেতা রওশন

চেয়ারম্যান ও উপনেতা কাদের, বিরোধীদলীয় নেতা রওশন
রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে এরশাদপুত্র রাহগির আল মাহিরকে (সাদ এরশাদ) মনোনয়ন দেয়া হয়েছে। আজ রোববার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ তথ্য জানান।
রাঙ্গা বলেন, আজ জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভা হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে।
এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা জানান, পার্টির চেয়ারম্যান ও সংসদীয় দলের উপনেতা হিসেবে থাকবেন জি এম কাদের। আর সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাবার মৃত্যুতে শূন্য এই আসনে উপনির্বানে অংশ নিতে গত ৩ সেপ্টেম্বর মনোনয়ন সংগ্রহ করেন সাদ এরশাদ।
পাঠকের মন্তব্য