কবিতা : ‘মৃত্যু অনিবার্য’

কবিতা : ‘মৃত্যু অনিবার্য’

কবিতা : ‘মৃত্যু অনিবার্য’

‘মৃত্যু অনিবার্য’ 

কাকলী আক্তার মৌ


চলার পথে ভবের রসে পাপ হচ্ছে জমা,
তওবা ব্যতীত কভু তুমি পাবে নাহি ক্ষমা।

পাপ করছ জেনে শুনে; বুক ফুলিয়ে ভবে,
অজান্তে আর নিরিবিলি; দেখে নাহি সবে।

ভাব খানা এমন? চলছে জীবন, মরবে নাহি কভু,
অমরত্বের সনদ খানা দিয়ে দিয়েছেন প্রভু ! 

ঘরের পানে তাকিয়ে দেখ পিতা, মাতা ও দাদা,
বেঁচে নাহি কেউ ভবে তারা, ঘর ফর্সা সাদা।

এমনি করে তুমিও একদা; ভবের মায়া ছেড়ে,
অনন্তকাল বাসী হয়ে চলে যাবে গোরে।

চেষ্টা তুমি যতই কর, পাড় নাহি তুমি পাবে; 
ক্ষণ ফুড়ালে মরন পেয়ালায় চুমুক দিতে হবে।

স্মরনে রেখেছে মরন তোমায় দিবে নাহি ফাঁকি,
তওবা কর এখনি তুমি, জীবন থাকতে বাকি।

সুখ নিদ্রায় অনন্তকাল থাকবে নাহি বেঁচে
কেন তুমি পাপ করবে ? নরকে যাবে যেচে ?

রচনাকালঃ ০২/০৯/২০১৯খ্রিঃ।

পাঠকের মন্তব্য