দেশকে শ্মশানে পরিণত করেছে সরকার : মির্জা ফখরুল

দেশকে শ্মশানে পরিণত করেছে সরকার : মির্জা ফখরুল

দেশকে শ্মশানে পরিণত করেছে সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধে লুটপাট করে দেশকে শ্মশানে পরিণত করেছে সরকার। এখন তাদের দুর্নীতির কল নিজে নিজেই নড়া শুরু করেছে। গত কয়েকদিনেই ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ নেতারাই প্রমাণ করেছে, তারা দেশের সম্পদ লুট করে নিচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল আয়োজিত মানববন্ধনে শুক্রবার সকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ঢাকার ক্যাসিনোগুলো চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ধরা পড়ে এখন অন্যের দোষ ধরছে।

মির্জা ফখরুল আরও বলেন, দুর্নীতিকে প্রতিবাদহীন রাখতে সরকার, বিরোধী নেতাকমীদের জেলে পুরে রাখছে। সরকারের ভয়ে বিচারপতিরাও স্বাধীনভাবে বিচার কাজ চালাতে পারছেন না।

পাঠকের মন্তব্য