আজকের কবিতা : ভাবনারা

আজকের কবিতা : ভাবনারা
‘ভাবনারা’
হেলাল রায়হান
সকল রঙিন পতাকা অবনমিত হোক,
বাতাসে উড়াই কাফন রঙের একই পতাকা।
সীমারেখা মুছে যাক,
সব আগ্নেয়াস্ত্র ডুবে যাক অতলান্তিকে!
আজ থেকে পৃথিবীর নাম হোক ‘শান্তি’!
অপরিচিতা মেয়েটি বাসে উঠতে হাত বাড়িয়ে হাতটি ধরুক,
পাশের সিট খালি দেখে বসে পড়ুক নির্দ্বিধায়,
আমার হাতটি নিষ্ক্রিয় থাকুক,
মেয়েটির বুকের ধুকপুক বন্ধ হোক।
পৃথিবীর নাম হোক আজ ‘ভরসা’!
আকাশ ছোঁয়া উচ্চতায় ছুটে গেছে মমতার হাত,
ভুলে গেছি বিশুদ্ধ বুকের দুগ্ধ ঘ্রাণ,
শাসনে আগলে রাখার প্রয়াসে রাগান্বিত চোখ,
কুঁচকে যাওয়া চামড়া খুঁজে একটি হাত,একটি ষষ্ঠী।
বৃদ্ধাশ্রম আমার বুক হোক,পৃথিবীকে ‘ভালোবাসা’ নাম দিই!
বন্ধু আমার ভাইয়ের মত হোক,ভাই হোক বন্ধু
উল্লাসে ফেটে পড়া দিন তাদের স্পর্শে হোক উজ্জীবিত,
দূঃখের রাতে তারা হোক আমার আলোকিত নক্ষত্র,
স্ত্রী-কন্যারা তাদের কাছে নিরাপদ থাকুক,
তারা ফিরিয়ে দিক্ পৃথিবীর ‘বিশ্বাস ‘!
পৃথিবীর বুকে সবাই মোসাফির,এসে চলে যেতে হয়,
ফেলে যাওয়া রাস্তার ধূলিতে প্রজন্ম খুঁজুক আমাদের ফুটপ্রিন্ট ফসিলস!
পাঠকের মন্তব্য