আজকের কবিতা : আধুনিকতার রূপকার তুমি

 আধুনিকতার রূপকার তুমি

আধুনিকতার রূপকার তুমি


আধুনিকতার রূপকার তুমি

কাকলী আক্তার মৌ

আধুনিকতার রূপকার তুমি
তুমিই বাংলাদেশ।
তোমার হাতের ছোয়া ছাড়া
চলবে নাহি দেশ।
শেখ হাসিনার সোনার ভূমি
দুই নয়নের সুখ,
তুমি হীনে বাংলা মায়ের
ভরবে নাহি বুক।
তোমার হাতের কোমলতায়
সোনালী স্বপ্ন দেখি,
উন্নয়নের আলোক রশ্মি
মন মন্দিরে আঁকি।
শেখ মুজিবের উত্তরসুরী
শেখ হাসিনা তুমি,
তোমায় ছাড়া অকল্পনীয়
সফল বাংলা ভূমি।

পাঠকের মন্তব্য