কবিতা : বিদায় দাও হাসি হাসি মুখে

বিদায় দাও হাসি হাসি মুখে

বিদায় দাও হাসি হাসি মুখে

বিদায় দাও হাসি হাসি মুখে

কাকলী আক্তার মৌ

প্রিয় বাংলা কেঁদো না তুমি; মরেও বেঁচে আছি,
কৃত কর্মে ছেলে তোমার; জগতে থাকবে বাঁচি।
মরেছি আমি বীরের মত; কাঁদছে বঙ্গ জাতি,
তোমার কেন নয়নে জল; ঝরছে দিবারাতি?
এখন থেকে সাহস আশায়; বাঁচতে শিখ তুমি,
তোমার চোখে দেখব আমি প্রিয় মাতৃভূমি।
সাহস নিয়ে বঙ্গ শিশুর ছায়া হতে শিখো,
তাদের মধ্যে পাবে আমায় অন্তর চোখে দেখ।
মরিনি আমি; বেঁচে আছি বঙ্গ জাতির মাঝে,
বঙ্গ মাটির শীতল ছায়ায় নিও আমায় খোজে।
তুমি যদি এমন করে ভাসাও নয়নের জল,
শহীদ হয়েও পাব নাহি শান্তি সুখের তল।
মরিনি আমি; বেঁচে আছি শহীদের মান নিয়ে,
দিবস হলেই স্মরন করবে পুষ্প মাল্য দিয়ে।
কেঁদো না তুমি; বিদায় দাও হাসি হাসি মুখে,
ওপার যেন থাকতে পারি জান্নাত রাখি বুকে।

রচানাকালঃ ০৯/১০/২০১৯খ্রিঃ।
উৎস্বর্গঃ শহীদ আবরার ফাহাদ।

পাঠকের মন্তব্য