সোশাল মিডিয়ায় মৌসুমীর জয়ের খবর ভিত্তিহীন

সোশাল মিডিয়ায় মৌসুমীর জয়ের খবর ভিত্তিহীন
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমীর জয়ের খবর। সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন সভাপতি পদ প্রার্থী দুই প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা মৌসুমী ও খল অভিনেতা মিশা সওদাগর।
রাত সাড়ে ৮ টার দিকে প্রযোজক সমিতির কক্ষে বসে মৌসুমী-মিশা দুজনে একত্রিত হয়ে চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান। মিশা বলেন, ফেসবুকে মৌসুমীর বিজয় হয়েছে এমন খবর সত্য নয়। আমরা এই মুহূর্তে দুজনে বসে আছি। চা, চিপস খাচ্ছি। আর গুঞ্জন শুনছি।
পাশ থেকে মৌসুমী বলেন, ছড়িয়ে পড়া গুঞ্জন সত্য নয়। আমরা একটাই ফুল কিনে রেখেছি। যে জিতবে তার গলাতেই মালা উঠবে। আপাতত সবাইকে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।
শিল্পী সমিতির নির্বাচনে শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৮৬ টি। সন্ধ্যা ৭ টার দিকে ভোট গণনা শুরু হয়।
পাঠকের মন্তব্য