কবিতা : বাবা তো নও, অসুর তুমি; হিংস্র পশুর ছাল

বাবা তো নও, অসুর তুমি; হিংস্র পশুর ছাল
বাবা তো নও, অসুর তুমি; হিংস্র পশুর ছাল
কাকলী আক্তার মৌ
অবুঝ শিশু কষ্ট মনে; বলি ভবের সনে কথা,
সেই কথাটি শুনে কেউ; মনে নিও না ব্যথা।
বাবা আমায়; নিষ্ঠুরতায় কেমনে মারলে তুমি?
চোখর কোণে জল দেখে কি কাপেনি পিতৃ ভূমি?
ছিলাম আমি অবুঝ শিশু;প্যাচ বুঝি না আমি?
তাই বলে কি আমার চেয়ে দামি ক্ষমতা,জমি?
কেমন করে নিষ্ঠুরতায়; দেহের অঙ্গ কাঁটি,
সীমারের মত পাষাণ বুকে উল্লাসে যাও ফাঁটি?
পাশের বাড়ির লোকের সনে ষড়যন্ত্র এঁকে,
আপন সন্তান মেরে তুমি; কাফনে দিলে ঢেকে।
সত্যি করে বল বাবা? খুব জানতে ইচ্ছে করে?
কেমন করে নিষ্ঠুরতায়; আমায় ফেললে মেরে?
বাবা তো নও, অসুর তুমি; হিংস্র পশুর ছাল,
একটু খানি লোভের তরে; কর শিশুকে রক্তে লাল।
এমন যদি করবেই তুমি; জন্মালে কেন বাবা?
ভবে আসার আগেই কেন বসালে না কাল থাবা?
জন্মের আগে করতে যদি; আমায় তুমি খুন,
বলত লোকে কিছুই হয়নি; মরেছে একটি ভ্রুণ।
এখন কেন জন্ম দিয়ে তুমি; ভবের খুনী হলে?
কষ্টে আমার বুকটি ফাঁটে; অন্তর ব্যথার জলে।
কবরে শুয়ে প্রভুর সনে প্রার্থনা করি ক্ষোভে,
এমন বাবা পায় না যেন; কোন সন্তান ভবে?
বাবা তো নও; অভিশাপ তুমি; নর পিশাচের প্রাণ,
করে দাও প্রভু; তাহার সনে নরক নিবাস দান।
রচনাকালঃ ১৪/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য