কবিতা : সম্প্রীতির বাংলাদেশ 

কবিতা : সম্প্রীতির বাংলাদেশ 

কবিতা : সম্প্রীতির বাংলাদেশ 


সম্প্রীতির বাংলাদেশ 

কাকলী আক্তার মৌ

সম্প্রীতির ঐ ঘ্রাণে ভরা; বঙ্গ জাতির দেশ, 
সবে মিলে থাকি সেথা; নাহি হিংসার লেশ।
একে অন্যের ডাকে সারা দিতে তৈরী থাকি,
মনের মধ্যে ভালবাসার রঙে চিত্র মনে আঁকি।

হানাহানি আর মারামারি সেথায় নাহি হয়,
একে আপরের স্বাক্ষাতে সবে মিষ্টি কথা কয়।
পৌষ পার্বনের উৎসবে মিলে নিমন্ত্রন সবে দেয়;
মিলে মিশে, সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়।

বান বন্যার দূর্যোগে; ঝাপিয়ে পড়ে আগায়,
সাম্প্রদায়িক সম্প্রীতির ভালবাসা মনে জাগায়।
আপন ধর্ম আপন আলয়ে; শান্তিতে করে পালন,
হিংসা বিদ্বেষ নাহি মনে; পবিত্রতা করে লালন। 

মিলে মিশে একাকার হয়ে যেথায় সবে রয়,
এক বাক্যে দেশের প্রেমে দেশের কথা কয়। 
এমন দেশটি হাজার খুজেও পাবে নাহি তুমি,
হিন্দু বৌদ্ধ মুসলিম সবের; প্রিয় বাংলা ভূমি।

রচনাকালঃ ২২/১০/২০১৯খ্রিঃ।

পাঠকের মন্তব্য