নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির শপথগ্রহণ অনুষ্ঠিত

নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির শপথগ্রহণ অনুষ্ঠিত

নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির শপথগ্রহণ অনুষ্ঠিত

বুধবার দুপুরে, এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে নবনির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগরকে শপথ পাঠ করান শিল্পী সমিতির নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

এরপর অন্য সদস্যদের শপথ পাঠ করান- নতুন সভাপতি মিশা সওদাগর। পরে চলচ্চিত্র শিল্পীরা বিভাজন ভুলে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শপথ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, যারা নেতৃত্বে থাকে, তাদের নিয়ম-নীতি মানাটা খুবই জরুরি। না হলে, অন্যরা নিয়ম মানতে চায় না বা তাদের বলাটাও দৃষ্টিকটু মনে হয়। এবার যেহেতু আমার নেতৃত্বে নির্বাচন হয়েছে, তাই আমি প্রথম থেকেই চেষ্টা করেছি নিয়ম নীতি মেনে চলার।' যারা ভোগান্তির শিকার হয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার অংশগ্রহণে খুব সুন্দর একটি নির্বাচন হয়েছে। এবার আমরা সবাই মিলে সুন্দর এফডিসি গড়ব।

২৫শে অক্টোবর অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান।  মিশা-জায়েদ পুরো প্যানেল দ্বিতীয়বারের মতো শিল্পী সমিতির দায়িত্ব পান। নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জায়েদ খান, রুবেল, ডিপজল, বাপ্পারাজ, রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, আসিফ ইকবাল, জ্যাকি আলমগীর ও মারুফ।

পাঠকের মন্তব্য