ডিসেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ডিসেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক সূত্রে। সে লক্ষ্যেই কাজ চালাচ্ছেন তারা। একই মাসে নিয়োগ কার্যক্রমও সম্পন্ন করার পরিকল্পনা আছে এই অধিদফতরের।
৬ অক্টোবর থেকে সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে আরও ১০ জেলায় মৌখিক পরীক্ষা বাকি রয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে সব মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে সারা দেশে সাড়ে ১৮ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সারা দেশে শূন্য আসনের ভিত্তিতেই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে এসব শিক্ষকরা পাঠদান শুরু করবে।নিয়োগ কার্যক্রম শেষে নতুন করে সারা দেশে প্রাক প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী সপ্তাহে এ প্রস্তাব সচিব কমিটিতে পাঠানো হবে বলেও জানা গেছে।
পাঠকের মন্তব্য