কবিতা : বিশ্ব নবীর আগমনে জগত উজালা

কবিতা : বিশ্ব নবীর আগমনে জগত উজালা

কবিতা : বিশ্ব নবীর আগমনে জগত উজালা

বিশ্ব নবীর আগমনে জগত উজালা

কাকালী আক্তার মৌ

সৃষ্টি জগতের স্রষ্টা দয়াল;
দান করিলে রবিউল আউয়াল।
সুবহি-সাদিক এল যখন; বহিল নূরের ধারা,
আলোক ভূবন,আলোক প্রাণ, আলোয় ভরল সারা।
রাহমাতুল্লিল আলামিন নবী কদম রাখলেন ভবে,
গাহিয়া উঠিল জগত সারা আহলান সুরের রবে।
হাসিল চন্দ্র,হাসিল সূর্য, হাসিল জগত সারা;
নাচিল বায়ু,সুরেলা পাখি, মিটিমিটি জ্বলে তারা।
মৃদুমন্দ জান্নাতী ঘ্রাণ বহিল জগত পানে;
জান্নাতী হুরের মিষ্টি সুর ছড়াল জগত প্রানে।
বিশ্ব নবীর আগমনে জগত হইল উজালা,
রহমতী সুর বাজিল প্রাণে; শয়তান হইল উতলা।
চিৎকার ছেড়ে কাঁদিল শয়তান; উদ্দাম নৃত্য পায়,
জারী জুরী তার সবি সাঙ্গ; কষ্টে করে হায় হায়।

কাব্যগ্রন্থঃ (আলোর পথে পথে) থেকে সংকলিত।

পাঠকের মন্তব্য